রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ও মহানগর কমান্ডারের আয়োজনে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশ টায় রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মীর ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা তৈবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধার রবিউল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল বলেন,প্রয়াত দুই রাজনীতিবিদের সাথে আমার দীর্ঘদিন পথ চলা একে অপরের সাথে অনেক স্থানে সংগ্রাম করেছি, একে অপরের হাত ধরে রাজনীতিতে গতি ফিরিয়ে এনেছি, সর্বক্ষেত্রে তাদের অবদানের শেষ নেই। শুধু তাই নয় যুদ্ধের সময়ও তাদের ভূমিকা ছিল অনেক যা মুখে বলে শেষ করা যাবে না। তাই তাদের এই স্মরণ সভায় মহান সৃষ্টিকর্তা তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুণ এই দোয়া কামনা করি।