রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে তায়কোয়ানদো ক্রীড়ার উচ্চতর প্রশিক্ষণ শুরু হলো বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের সহযোগিতায়। রাজশাহী বিভাগীয় উচ্চতর তায়কোয়ানদো প্রশিক্ষণ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।
উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কোচ মাস্টার জু সাং লি (কুক্কিয়ন ইন্টারন্যাশনাল ৮ম ড্যান, দক্ষিন কোরিয়া), জেলা ক্রীড়া কর্মকর্তা আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, ইঞ্জি. এ কে এম রফিকুল ইসলাম, বিকেএসপির কোচ ফরমান আলী ও রাশিদুল হাসান। অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও ব্যবসায়ী সেকেন্দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন বুলু, মুমিত হাসান প্রমুখ।