মেহেদী হাসান মুন, ক্রাইম ক্রসপন্ডেন্ট, রংপুর বিভাগঃ
রংপুরে জান্নাতের পাখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রংপুর ব্লাড ডোনেশন এন্ড ভলান্টারি অর্গানাইজেশন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার, রংপুর ব্লাড ডোনেশন এন্ড ভলান্টারি অর্গানাইজেশন এর পক্ষ থেকে, নূরে মদিনা দারুল উলুম কওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং,পূর্ব অবিরাম পুর, বামন পাড়া, বুড়ির হাট, রংপুরে জান্নাতের পাখিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত বিতরণে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান সমন্বয়ক আশরাফুজ্জামান বুলেট, আজাদুল ইসলাম রাজা, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও রংপুর জেলা সমন্বয়ক আবু সুফিয়ান, ধর্ম সম্পাদক আমানুল্লাহ স্বাদ, ত্রাণ সম্পাদক নাহিদ হাসান, মডারেটর ফারহান আজীমসহ আরো অনেকেই।