মেহেদী মুন, বিভাগীয় ক্রাইম ক্রসপন্ডেন্ট, রংপুর।।।
বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে দ্বিতীয় ধাপে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গত ৩১ ডিসেম্বর ২০২৩ রংপুর টাউনহল চত্বরে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিতায় ১৭ জানুয়ারি ২০২৪ বুধবার আবারও দ্বিতীয় দফায় রংপুর মহানগরের বিভিন্ন জায়গায় গিয়ে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছ। এতে অংশ নেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ এনামুল হক স্বাধীন, মহানগর শাখার সভাপতি জুয়েল মাজহারুল, সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মুনসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়ে রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মুন বলেন, সমাজের অর্থশালী মানুষ যদি এই মানবিক কাজে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন তাহলে আমাদের এই সোনার বাংলায় কোন হত দরিদ্র মানুষ শীতে বা ক্ষুদার জ্বালায় কষ্ট পাবেনা। সবার সহযোগীতা পেলে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
মোঃ শফিকুল ইসলাম সাগর, মহানগর শাখার সহ-সভাপতি বলেন, মানুষ মানুষের জন্য। তাই আমাদের সকলের এই সমাজে বাস করা হত দরিদ্রদের পাশে দাঁড়ানো দরকার।
মহানগর শাখার সভাপতি মাজহারুল জুয়েল বলেন, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সকলের সহযোগীতায় অনেক অসম্ভবকেও সম্ভব করা যায়।
দশের লাঠি একের বোঝা উল্লেখ করে,
বিভাগীয় সাঃ সম্পাদক ও জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক স্বাধীন বলেন, এরকম মহৎ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।