বরুন সিং, হেড অফ ক্রাইমঃ
২১/০১/২০২৪খৃঃ রবিবার,
“যুব সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে গাইবান্ধা জেলার- সাঘাটা উপজেলায় -উপজেলা পর্যায়ে বেকার যুবক ও যুব মহিলাদের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের আয়োজন করা হয়। অত্র এলাকার বেকার যুবক ও যুব মহিলাদের নিয়ে গবাদিপশুপালনের এই কর্মশালা। অর্থনৈতিক ভাবে সাবলম্বী হওয়ার জন্য বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী, যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় বেকারত্ব দূরীকরণের বিভিন্নরকম প্রশিক্ষন কর্মশালার ব্যবস্থা রেখেছেন। এর-ই ধারাবাহিকতায় আজ ‘যুব সমাজ উন্নয়ন সংস্থা’র আয়োজনে সাঘাটা থানার ৬নং ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইর উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।
সংস্থাটির প্রধান কর্ণধার মোঃ আনোয়ার হোসেন সাহেব এর নেতৃত্বে প্রতিষ্ঠানের সভাপতি – আব্দুর রশিদ, সহসভাপতি – মোহাম্মদ টুটুল মিয়া, সম্পাদক – মোহাম্মদ আনিছুর রহমান, সহসম্পাদক – আঃ রউফ, কার্যনির্বাহী সদস্য- সাইদুর রহমান সেতু, সহ সকল কর্মকর্তা ও কর্মচারীগনের উপস্থিতিতে ৬(ছয়) দিনের গবাদিপশুপালন প্রশিক্ষন কোর্স উদ্বোধন করা হয়।
বাস্তবায়নেঃ- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা- আবু বক্কর সিদ্দিক, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা – রিজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন মাঠ পরিদর্শক- সোহরাব হোসেন এবং যাদুর তাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- হারুন অর রশিদ সহ প্রশিক্ষনার্থীগন অংশ গ্রহন করেন।