খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু
যশোর জেলার পুলিশ সুপার জনপ্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) , পিপিএম মহোদয়ের দিকনিদের শোনাই ওসি ডিবি রূপম কুমার সরকার , পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি , ডাকাতি , অপহরণ , হত্যার রহস্য উদঘাটন সহ অবৈধ অস্ত্র গুলির উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ।
তারই ধারাবাহিকতায় ২৬/০১/২০২৪ ইং তারিখ সন্ধ্যা রাত ৯ ঘটিকার সময় মনিরামপুর থানাধীন খেদাপাড়া দক্ষিণপাড়া তিন রাস্তার মোরে যশোর কোতোয়ালি থানা দিন নুরপুর সাকিন এর গোলাম মোস্তফার ছেলে ইজিবাইক চালক ইয়াসিনকে অজ্ঞাত ২ যুবক ছুরি আঘাত করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় । রক্তাক্ত মারাত্মক জখম ইয়াসিনকে স্থানীয় জনগণ উদ্ধার করে যশোর আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে ।
সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবির এসআই মফিজুল ইসলাম , পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস টিম তদন্ত নেমে ১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী দুইজনকে শনাক্ত করে ।২৭/০১/২০২৪ ইং তারিখ ভোর ৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দুইজনকে ছিনতাইকৃত ইজিবাইক , চাকু , ভিকটিমের মোবাইল ফোনসহ হাতে নাতে ধৃত করে ।
এই ঘটনার সংক্রান্তে ইজিবাইকের মালিক মাসুদ রানা , পিতা জাহাঙ্গীর আলম , সাং ওসমানপুর , থানা কোতোয়ালি , জেলা যশোর বাদী হয়ে এজাহার দায়ের করে । মনিরামপুর থানার মামলা নম্বর -১৭ , তারিখ ২৭/০১/২০২৪ ইং । ধারা -৩৯৪/৪১১ পেনাল কোড রজু হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দ্বয় ছিনতাই এর ঘটনা স্বীকার করে । গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
আসামের তথ্য:
১/ মোঃ রমজান খন্দকার ( ২১) , পিতা - মোঃ জাহাঙ্গীর হোসেন খন্দকার , মাতা - সোনালী বেগম , সাং - চন্দ্রদীঘলিয়া চরপাড়া , থানা - গোপালগঞ্জ সদর , জেলা গোপালগঞ্জ ।
বর্তমান ঠিকানা - ষষ্টিতলা , থানা - কোতোয়ালী , জেলা - যশোর ।
২/ মোঃ সোহাগ (২২) , পিতা - মোঃ রফিক গাজী , মাতা - রাশেদা বেগম
সাং ষষ্ঠীতলা ( কাজী বজলুর রহমানের বাসার ভাড়াটিয়া ) ।
থানা কোতোয়ালী , জেলা যশোর ।
উদ্ধারকৃত আলামত : ১/ একটি ইজিবাইক । ২/ ছিনতাই কাজে ব্যবহৃত চাকু । ৩/ ভিকটিমের মোবাইল ফোন সহ আসামিদের ব্যবহৃত মোবাইল তিন (০৩) টি ।