ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা জেলা প্রতিনিধি):
মোটরসাইকেলের ধাক্কায় নারী সাংবাদিক নিহতের ঘটনায় প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর (বুধবার) ভোর প্রায় ৪.৩০ ঘটিকায় নেত্রকোণা মডেল থানাধীন বাহিরচাপড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় একজন নারী ফটো সাংবাদিক নিহতের ঘটনা ঘটে। পরবর্তীতে নিহতের মেয়ে তানজিলা আক্তার মীম (১৯)এর অভিযোগের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের নামে একটি মামলা রুজু করা হয়।
নেত্রকোণা পুলিশ সুপার মো:ফয়েজ আহমেদ উক্ত মামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে আসামি সনাক্তের চেষ্টা ও গ্রেফতারে মাঠে নামে নেত্রকোণা মডেল থানার একটি চৌকস টীম।তথ্য প্রযুক্তির সহায়তায় সনাক্ত করা হয় আসামি কে।
অফিসার ইনচার্জের সঠিক তত্ত্বাবধানে এস আই ফরিদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) ভোর ৬ ঘটিকায় উক্ত ঘটনায় জড়িত জাবির মিয়া জাভেদ (৩৫),পিতা:মৃত:আবদুল খালেক তালুকদার, সাং-নাড়িয়াপাড়া,এপি-রাজুর বাজার,থানা ও জেলা -নেত্রকোণাকে গাজীপুর জেলার শ্রীপুর থানার সালনা এলাকা থেকে গ্রেফতার করেন।