শফিকুল ইসলাম,রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে মেঘনা নদীতে বসতি ঘরবাড়ি ভাঙ্গনের কবলে পড়া লোকজন অসহায় জীবন যাপন করছে।
দীর্ঘ তিন মাস অতিবাহিত হলেও তাদের খোঁজখবর অথবা সরকারি কোন অনুদান দেওয়ার কেউ নেই। স্থানীয় বাসিন্দা মতি সিকদার জানান,কালিপদ চন্দ্র শীল,সুভাস চন্দ্র শীল,পরেশ চন্দ্র শীল,জলিল সিকদার ও কালু সিকদারসহ তন্নী চন্দ্র শীল নামক অষ্টম শ্রেণির পড়ুয়া ছাত্রীর স্বাভাবিক জীবনযাপনে চরম ভোগান্তি পোয়াতে হচ্ছে।
নদী ভাঙ্গনে অসহায় গরিব মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে জেলা প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।