মোঃ আশরাফ ইকবাল পিকলু
কুষ্টিয়া জেলা প্রতিনিধ ।
কুষ্টিয়ার মিরপুরে জাতীয় মহিলা সংস্থা, মিরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে অর্থনীতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, মিরপুর উপজেলার প্রশিক্ষণ কার্যক্রম ও মিরপুর ভেড়ামারা মাননীয় সংসদ আলহাজ কামারুল আরেফিনের সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব কামারুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব আবুল কাশেম জোয়াদ্দার ,
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,জহুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,
মাননীয় সংসদ সদস্যের সহধর্মিনী দিশা আরেফীন সহপ্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাবা জেব-উন- নেসা (সবুজ) চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, কুষ্টিয়া।