মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজার সংলগ্ন মশান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় ইস্তেস্কার নামাজ আদায় করা হয়েছে ।
অদ্য সোমবার (২৯ এপ্রিল) সকাল ৮ ঘটিকার সময় মশান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ শেষে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হয়েছেন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত ইস্তেস্কার সুন্নাত নামাজ আদায় করেন সবাই। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তাঁরা।
টানা তাপ দাহের কারণে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে হাহাকার দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট পানি উঠছে না টিউবয়েলে,ফসলের মাঠে পানির অভাবে ফসলগুলো নষ্ট হচ্ছে। তাই বৃষ্টি চেয়ে নামাজের মাধ্যমে কান্নাকাটি করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য সবাই দোয়া করেছেন।
মশান বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ বেলাল হোসেন মিলন বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই কষ্টে আছে। সে জন্য তারা বৃষ্টির জন্য নামাজ পড়েছেন।
উক্ত ইস্তেস্কার নামাজে ইমামতি করেন মশান বাজার মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোঃ এনামুল হক সাহেব। তিনি বলেন, ‘কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সঃ) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তেস্কার নামাজ আদায় করতেন। সে জন্য তাঁরা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।