আশিকুর রহমান মিঠাপুকুর প্রতিবেদক
শাড়ী পেচিয়ে এক মহিলার আত্ম হত্যার ঘটনা ঘটিয়েছে ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার ভোরে মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়ন্থ রূপসী সর্দারপাড়া গ্রামে। ঘটনার বিবরনে প্রকাশ, ৩ মাস আগে রানীপুকুর ইউনিয়ন্থ মাদারপুর গ্রামের অমল্য চন্দ্রের কন্যা অন্তরারানী'র সাথে রূপসী সর্দারপাড়া গ্রামের স্বপনের পুত্র আনন্দ চন্দ্রের আনুষ্টানিক ভাবে বিবাহ হয়। এলাকাবাসী জানান, স্বামী স্ত্রী'র মধ্যে কোন অমিল পাওয়া যায়নি। মেয়েটির অন্য জায়গায় বিবাহর কথা ছিল। কিন্ত মাতা ও গ্রামবাসী সেখানে বিবাহ না দিয়ে আনন্দ চন্দ্রের সাথে বিবাহ দেন। গত শুক্রবার মেয়ের মা সহ গ্রামের ২ জন মহিলা স্বামীর বাড়ীতে রেখে যান। আজ মঙ্গলবার ভোরে অন্তরারানী পূর্ব দুয়ারী তার নিজ শোয়ার ঘরে তীরের সাথে শাড়ী পিচিয়ে আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী জানান। মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দীক জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে আত্মহত্য প্রমানিত হয়। লাশ ময়নাতদন্তের জন্য রচিম হাসপাতালে পাটানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমত্যু মামলা দায়ের হয়েছে।