কাবিল উদ্দিন কাফি সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
বিশ্ব মানবাধিকার দিবস ও মানবাধিকার খবর পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদান রাখায় মানবিক মানুষ সম্মাননা পেয়েছেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি ও মানবাধিকার খবর পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি মোল্লা মো. এমরান আলী রানা।
মঙ্গলবার রাতে রাজধানীর কাওরান বাজার দি রেইনি রুফ রেস্টুরেন্ট ও কনভেনশন হলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বিশেষ অতিথি ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল কাদের গণি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রিয়াজ উদ্দিন।
সিংড়া, নাটোর
০১৭২৩৯৫৯৭৯৮
১১.১২.২৪