হাফিজুর রহমান(বিশেষ)প্রতিনিধি
সমাজকে মাদক ও দূর্নীতি মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: খুলনা পুলিশ কমিশনার
নগরীর খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার আয়োজনে মাদক ও দূর্নীতি মুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা বুধবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার খুলনা বিভাগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম শাহিন এর সার্বিক পরিচালনায় ও খুলনা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড শেখ অলিউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, প্রধান আলোচক খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিচালক মিজানুর রহমান, সম্মানিত অতিথি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ মাহমুদুল হাসান মাহমুদ, বিশেষ অতিথি খুলনা জজ কোর্টের পিপি এ্যাড তৌহিদুর রহমান চৌধুরী তুষার, সুন্দরবন আবাসিক প্রকল্প এন্ড বিল্ডাস্ এর চেয়ারম্যান সৈয়দ ইসতিয়াক হাসান, সরকারি বিএল কলেজের সাবেক ভিপি এ্যাড শেখ জাকিরুল ইসলাম, খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ইঞ্জি: আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সোনাডাঙ্গা থানার সভাপতি রিপন হোসেন,। প্রধান আলোচক মিজানুর রহমান তার বক্তৃতা বলেন মাদক হচ্ছে দুর্নীতির প্রবেশদ্বার এবং দুর্নীতি মাদকের প্রবেশদ্বার। একতাবদ্ধ হয়ে সংগঠনের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি ও মাদক দূর করা সম্ভব । তিনি আরও বলেন মাদক ও দূর্নীতি নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান অতিথি পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সমাজ থেকে মাদক দূর করতে হলে আগে নিজে বদলাতে হবে নিজের পরিবার মাদক মুক্ত করতে হবে এবং সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।