1. admin@dakbela.com : admin :
মাউশি'র উপ পরিচালক আজিজ উদ্দিনের জাতীয় "শুদ্ধাচার পুরস্কার" লাভ - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাউশি’র উপ পরিচালক আজিজ উদ্দিনের জাতীয় “শুদ্ধাচার পুরস্কার” লাভ

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৪৮ বার পঠিত

এনামুল হক রাশেদী,মাউশি’র উপ পরিচালক আজিজ উদ্দিনের জাতীয় “শুদ্ধাচার পুরস্কার” লাভ চট্টগ্রামঃ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক বিশিষ্ঠ শিক্ষাবিধ মোহাম্মদ আজিজ উদ্দিন ২০২৩-২০২৪ সেশনে জাতীয় ‘শুদ্ধাচার পুরস্কারে’ ভূষিত হয়েছেন। গত ৫ জুন’২৪ ইং সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষন শাখার সহকারী পরিচালক মোহাঃ আনোয়ারুল আউয়াল খান স্বাক্ষরিত এক স্বারক মূলে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে প্রদান করা একটি পুরস্কার। ২০১৭ সালের ৬ এপ্রিল শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ প্রকাশিত হয়।
কর্মজিবনে আজিবন পরিচ্ছন্ন ও ন্যায়পরায়ন এ শিক্ষাবিধ ১৯৯০ সালে শিক্ষা জিবন শেষ করে ১৯৯১ সালে রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মজিবন শুরু করার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুনাম ও সুখ্যাতির সাথে শিক্ষার আলো ছড়ানোর পর ১৯৯৮ সালে সরাসরি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হন। ২০০১ সালে চট্টগ্রাম সরকারী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করার পর দির্ঘ ১৪ বছর সফল প্রধান শিক্ষক হিসাবে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলকে চট্টগ্রাম অঞ্চলের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব আজোবধি ধরে রাখতে সক্ষম হয়েছে। ২০১১ সাল থেকে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০২০ সাল থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র সৎ, চৌকশ, পরিচ্ছন্ন ও দক্ষ প্রশাসক হিসাবে বর্তমান পদে থেকে সুনাম সুখ্যাতির সাথে দায়িত্ব পালন করে আসছেন।
মোহাম্মদ আজিজ উদ্দিন দক্ষিন চট্টগ্রামের চন্দনাইশের কৃতি সন্তান, তাঁর বাড়ি চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের বাগিচার হাট গ্রামে। তিনি দু’সন্তানের জনক। তাঁর স্ত্রী চট্টগ্রামে একটি সরকারী মহিলা কলেজের সহকারী প্রভাষক হিসাবে কর্মরত।
সুদীর্ঘ ১৪ বছর চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুলের সফল প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজ উদ্দিন ‘শুদ্ধাচার পুরস্কার’-এ ভূষিত হওয়ায় কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর