শেরপুর প্রতিনিধি মোঃ খোকন মিয়া
শেরপুরের শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামকে গন সংবর্ধনা দেয়া হয়েছে। ১৪ অক্টোবর শনিবার বিকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগরাড়চর বাজারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও জনগণের পক্ষ থেকে এ বিশাল সংবর্ধনা দেয়া হয়। ৭ নং ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন সরকার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু হানিফা, আওয়ামী লীগ নেতা, মাসুদ রানা, প্রমুখ। এ অনুষ্ঠানে দলীয় নেতা কর্মিসহ শতশত মানুষ অংশ গ্রহন করেন। বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এডিএম শহিদুল ইসলামকে শেরপুর – ৩(ঝিনাইগাতী- শ্রীবরদী) আসন থেকে নৌকার মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।