1. admin@dakbela.com : admin :
ভোগান্তির আরেক নাম ময়মনসিংহ মেডিকেল কলেজ - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভোগান্তির আরেক নাম ময়মনসিংহ মেডিকেল কলেজ

Smshakil
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

স্টফ রিপোর্টার্স, কাউসার আহমেদ নয়ন : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগ নির্নয়ের জন্য পরিক্ষা নিরীক্ষা করা যেন সোনার হরিণ।

দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসে হাজারো রোগী।
বহির বিভাগে ভোর হতেই রোগীদের লাইনের সারি। সেখান থেকে ১০ টাকার বিনিময়ে রোগীরা সেবা গ্রহণ করলেও ডাক্তারদের দেওয়া পরীক্ষা-নিরীক্ষা করতে হিমশিম খাচ্ছে রোগীরা। আল্ট্রাসনোগ্রাফি এক্সরে ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য নির্দিষ্ট পরিমাণ রোগীকে সেবা দিয়ে বাকিদের পরের দিন আসার জন্য বলা হচ্ছে। ফলে দুর দুরান্ত থেকে আসা রোগীরা সেবা না নিয়েই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে । জানা গেছে আল্ট্রাসনোগ্রাফির জন্য সর্বোচ্চ ৬০ জন রোগীকে নেয়া হলেও লাইনে দাঁড়ানো থাকে শতশত রোগী। রোগীদের অধিকাংশই অনেক দূর দূরান্ত থেকে এবং ভোর রাতের থেকেই লাইনে দাঁড়িয়ে থাকে ।
কাঙ্খিত পরীক্ষা নিরীক্ষার সেবা না পেয়ে রোগীরা আবার ফিরে যেতে হয়।

সেবা নিতে আসা একজন রোগী বলেন, আমি গত ১৫ দিন ধরে ১৫ বার আল্ট্রাস্নোগ্রাফ করার ন জন্য দাঁড়িয়েছি। লাইনে দাঁড়ানোর আমার সামনেই শত শত রোগী থাকে। লাইন থেকে পুরুষ ও মহিলা সর্বোচ্চ ৬০ জনকে নেওয়া হয়। অথচ লাইনে দাড়ানো ৫০০ জনের মতে। বাকী ৩৪০ জনকে আবার অন্যদিন আসার জন্য বলা হয়।এভাবেই আমি পনেরো দিন যাবৎ আল্ট্রাস্নোগ্রাফি করার জন্য প্রতি দিনই ঘুরছি।

অনেকেই বলেন, বিভিন্ন দালাল চক্রের কারণেই এই বেহাল দশা। সেবা নিতে আসা রোগীরা যেন বাইরে বিভিন্ন ক্লিনিক থেকে সেবা নেয় তার জন্যই হাসপাতাল স্টাফ এমন পথ অবল্বন করেছেন বলে দাবী সেবাগ্রহিতাদের । তাছাড়া হাসপাতাল স্টাফদের ব্যবহার চরমে উঠে গেছে।

এমতাবস্থা চলতে থাকলে ময়মসিংহের মেডিকেল কলেজ থেকে মানুষের আস্থা হারিয়ে ফেলবে বলে মনে করেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর