লতিফ মন্ডল,
সাঘাটা উপজেলা প্রতিনিধি :
# জাতীয় দৈনিক ডাকবেলা :
গাইবান্ধার সাঘাটা উপজেলার
১০ নং বোনারপাড়া ইউ পি চেয়ারম্যান ‘নাছিরুল আলম স্বপনে’র বিরুদ্ধে অনাস্থা- প্রস্তাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ই মে-২০২৪ইং সকাল ১০:০০ ঘটিকায় সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ‘ভুমি’ জনাব, মনোরঞ্জন বর্মনের অফিস কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ৯ জন ইউপি সদস্য ও
৩ জন সংরক্ষিত মহিলা সদস্যাগণের উপস্থিতিতে ভোটাধিকার প্রয়োগ করেন।
অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯ টি ভোট গৃহীত হয়েছে, এবং অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ৩ টি ভোট প্রাপ্ত হওয়ায় সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাবটি গৃহীত হয় ।
সহকারী কমিশনার ‘ভুমি’ জনাব, মনোরঞ্জন বর্মন, বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের প্রতিনিধি জনাব,আলম বাদশা, বাপ্পি কুমার, বোনারপাড়া ইউপি সচিব – আব্দুল মোত্তালিব আকন্দ, সহকারী সচিব- মাহবুবর রহমান ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
১০নং বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ‘নাছিরুল আলম স্বপনে’র বিরুদ্ধে ৯ জন ইউ পি সদস্যগণ এযাবৎকালের বিভিন্ন অনিয়ম ও দূনীতির অভিযোগ দাপ্তরিকভাবে দায়ের করে এসেছে ।