সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু অনুকূল পরিবেশ গড়ার প্রত্যয়ে
ইকো গার্ডিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বিকেলে বৃক্ষরুপন অভিযান শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু হাইটেক সিটির সামনে বৃক্ষ রোপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। কাঠ, ফলজ ও বনজসহ বিভিন্ন প্রজাতির দুইশত গাছের চারা রোপন করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষের অবদান অপরসীম। জলবায়ুর ভারসাম্য এবং পরিবেশ রক্ষার একমাত্র পথ হলো এই বৃক্ষ রোপন। পর্যায় ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশ দিয়ে এবং সরকারী খোলা জায়গায় বৃক্ষ রোপন করা হবে। এসময় ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্দোক্তা মোঃ সাআদ উল্লাহ,রাফি মোঃ নোহান হোসাইন, আশরাফুল হাসান, রাতুল সুত্রধর ও আল-সাবাহ , আসাদ উল্লাহ বাবুসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কাউছার আহাম্মেদ বলেন ছাত্ররা বৃক্ষরোপনের যে উদ্দোগ গ্রহন করেছে এটা একটি ভাল কাজ। একাজে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হচ্ছে। ভবিষ্যতেও এধরনের কাজের জন্য আমার সার্বিক সহযোগীতা থাকবে। তাদের বৃক্ষ রোপনের মাধ্যমে অন্যরাও উৎসাহিত হবে এবং আমাদের চারিদিকের পরিবেশ ভারসাম্যহীন হতে রক্ষা পাবে এতে মানুষের জীবনমান সুন্দর হবে।