1. admin@dakbela.com : admin :
বেগমগঞ্জে বিদেশ ফেরত পঙ্গু এনামের বাড়ীতে সন্ত্রাসী হামলা ভাঙচুর মহিলা সহ আহত-৩ - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেগমগঞ্জে বিদেশ ফেরত পঙ্গু এনামের বাড়ীতে সন্ত্রাসী হামলা ভাঙচুর মহিলা সহ আহত-৩

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৯০ বার পঠিত

 

সাইফুল ইসলাম
নোয়াখালী জেলা সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী পঙ্গু এনামের বাড়ীতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, মহিলা সহ আহত-৩
পবিত্র ঈদুল আযহার আগের দিন মানুষ যখন কুরবানির পশু কেনাবেচা ব্যস্ত ঠিক তখন বেগমগঞ্জের ১৩নং রসুলপুরের ৬নং ওয়ার্ডের রফিকপুরের বিদেশ ফেরত প্রতিবন্ধী সৈয়দ এনাম উদ্দিন (৪৫) এর বাড়িতে হামলা করে একই গ্রামের আহম্মদ উল্ল্যা (আমির)।

সৈয়দ এনাম উদ্দিন (৪৫) ২০১৩ সালে বিদেশি গিয়ে নিজ কর্মস্থলে মারাত্মক আহত হয়, পঙ্গু হয়ে বাড়ি চলে আসে, বর্তমানে প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের ভাতা প্রাপ্ত, পঙ্গু হওয়ার পর এককালীন অর্থ দিয়ে ১৩নং রসুলপুর ইউনিয়নের রফিকপুর মৌজার বি এস-৩৪২ বর্তমানে ৬৩৫৭ দাগের ২৪ শতক জমি কিনে বাড়ি করেন ২০২১ সালে।
এরপর থেকেই বিভিন্ন অজুহাতে পাশের জমির মালিক আহম্মদ উল্ল্যা (আমির) চাঁদা দাবী করে।

গত ১৭জুন ২০২২ সালে ঘর নির্মাণ কালে আমির বাধা দিয়ে ২লক্ষ টাকা চাঁদা করলে শান্তি বজায় রাখার জন্য ২০০০০ টাকা দেয় এনাম।

এর পর ও বিভিন্ন ভাবে জায়গা হুমকি দুমকি দিয়ে আসছে।

সর্বশেষ রবিবার দুপুরে এনামের বাড়ির সীমানা ওয়াল করার সময়ে আমির একদল সন্ত্রাসী নিয়ে ওয়াল ভেঙ্গে দেয়, বাড়িঘর হামলা করে, ঘরের আসবাবপত্র লুট করে। এ হামলা ভিডিও করতে গেলে এনামের স্ত্রীর হাতে রড দিয়ে বাড়ি দিলে হাত ভেঙ্গে দেয়। এ সময় তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এই ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
এই ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে মুটোফোনে জানতে চাইলে তিনি এই ব্যাপারে জানেন না বলে জানিয়েছেন। তবে কেউ মামলা করতে চাইলে মামলা নিবে বলে সাংবাদিকদের জানান।

১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের আব্দুর রশিদ বলেন বিষয়টা আমার অবগত ছিল না যেহেতু এখন জানলাম আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর