সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা, নোয়াখালী
কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক সাংসদ বরকত উল্ল্যাহ বুলু আজ দুপুরে বন্যার্তদের মাঝে ৬ হাজার প্যাকেট খাদ্য বিতরন করে।
শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর হাইস্কুল, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, হাজিপুরসহ বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্রে হাজার হাজার আশ্রয় নেয়া নারী ও পুরুষের ও শিশুদের মাঝে ঐ খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় সাথে ছিলেন জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি, থানা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস , উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম, যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।