কাউসার আহমেদ নয়ন :
র্যাব-১৪ এবং র্যাব-২ এর যৌথাভিযানে নেত্রকোণার কেন্দুয়ায় গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহতের ঘটনায় মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে অন্যতম মূল অভিযুক্তকে ডিএমপির তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার।
উল্লেখ্য স্থানীয় লোকজন ও এজাহার সূত্র জানা যায়, বাড়ির সীমানা নিয়ে নূর উদ্দিনের সঙ্গে প্রতিবেশী আঙ্গুর মিয়ার (৫৫) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যার আগে বিরোধপূর্ণ ওই জায়গায় একটি গাছের সঙ্গে নূর উদ্দিনের ছেলে আয়াতুল মিয়া (৩৮) তাঁর গরু বেঁধে রাখেন। এতে আঙ্গুর মিয়া বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ঝগড়া শুরু হয়। এ সময় নূর উদ্দিন ও তাঁর স্ত্রী মুস্তরা আক্তার ঝগড়া থামাতে আসেন। তখন প্রতিপক্ষের লোকজন মুস্তরা আক্তারসহ তাঁর স্বামী ও সন্তানকে মারধর করেন। এতে মুস্তরা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে ভিকটিমের মেয়ে বাদী হয়ে নেত্রকোনার কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।