রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পুঠিয়া-দুর্গাপুরের দুইবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।
বুধবার বিকালে এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান আব্দুল ওয়াদুদ দারা।
অভিনন্দন বার্তায় আব্দুল ওয়াদুদ দারা বলেন অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল “বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়ে বাংলাদেশকে আরেকবার বিশ্বের দরবারে প্রকাশ করেছেন। সৃষ্টিকর্তা সায়মা ওয়াজেদ পুতুলকে
যেনো তার উপরে অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার তৌফিক দেন।
আমি তাঁর উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।