রহিদুল ইসলাম, রাজশাহীঃ
বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।
শনিবার ( ১৪ ডিসেম্বর) সন্ধার পরে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে তাদের ক্ষমা নেই। বাংলার মানুষ তাদের কোনোদিন ক্ষমা করবে না।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন , মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরো, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, সাংবাদিক মোজাম্মেল বাবু, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, প্রকাশকালের চীফ রিপোর্টার শেখ মো. রুমেল, সাংবাদিক মো. আল আমীন হোসেন, শহীদ পরিবারের সদস্য হাসানি প্রমুখ।
আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।