1. admin@dakbela.com : admin :
বিপুল ভোটে রাজশাহী-৫ আসনে নৌকা জয়যুক্ত হবে, মনোনয়ন জমাদান শেয়েঃ দারা - ডাক বেলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জেলায় পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা সাতকানিয়ায় অবৈধ বালু ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন সাতকানিয়ায় বালু ব্যবসায়ীদের হামলা, আহত ৬ নবাগত পুলিশ সুপার মহোদয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। রাজশাহীতে চরে জরিপে অবরুদ্ধ ১০ সার্ভেয়ার রাকাবের প্রধান শাখায় দু’পক্ষের হাতাহাতি,আহত ১ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার আহবানঃ আরএমপি কমিশনার সিংড়ায় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করলেন জার্জিস কাদির বাবু আমতলীর সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক টিম লিডার রিপন মুন্সি। যশোরে মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে মধুমেলার মাঠের নিলাম

বিপুল ভোটে রাজশাহী-৫ আসনে নৌকা জয়যুক্ত হবে, মনোনয়ন জমাদান শেয়েঃ দারা

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ( ৭ জানুয়ারি-২৩) কেন্দ্র করে দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন এলেই বিএনপি-জামায়াত দেশে অবরোধ হরতালের নামে জ্বালাও পোড়াও শুরু করে। এরা আসলে নির্বাচনে আসতে ভয় পায়। নির্বাচনে না এসে দেশে অগ্নি সন্ত্রাস করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় দুর্গাপুর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল করিমের কাছে মনোনয়নপত্র জমা শেষে উপজেলা চত্বরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বাগত বক্ত্যকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ১৫ বছরে দেশে যে উন্নয়ণ করেছেন। এতে বিরোধী দলীয়দের মাথা খারাপ হয়ে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরাজয় জেনেই ষড়যন্ত্রে লিপ্ত।
আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল ওয়াদুদ দারা বলেন, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়ণ করেছেন। দেশের উন্নয়ণের এই অগ্রযাত্রাকে ধরে রাখতে পুঠিয়া-দূর্গাপুরের আপমর ভোটার বিপুল ভোটে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন-ইনশাল্লাহ
মনোনয়নপত্র জমাদানকে নির্বাচনে বিধি-নিষেধ মেনে উপস্থিত ছিলেন, আব্দুল ওয়াদুদ দারার সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সামাদ, দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, আওয়ামীগের সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, কিসমত গণকৈড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবিণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আফসার আলী মোল্লা।

রাজশাহী-৫ ( পুঠিয়া- দুর্গাপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সাংসাদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল করিমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল ওয়াদুদ দারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তার প্রমাণ আমার আসনে বিরোধী দল জাকের পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রধানমন্ত্রীর গত ১৫ বছরের উন্নয়ন, সুশাসন ও সেবার ওপর আস্থা রেখে এই নির্বাচনেও জনগণ নৌকাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর