জি.এস জয়
সিনিয়র স্টাফ রিপোর্টার
বাসন মেট্রো থানা প্রেসক্লাব এর উদ্যোগে গাজীপুর বাসন থানার ভোগড়া বাইপাস মোড়ে সাধারণ জনগনের মাঝে তীব্র গরমের কিছুটা ক্লান্তি দূর করার জন্য ৩ মে ২০২৪ ইং, খাবার স্যালাইন ও বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করা হয়। এখানে উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খান, সাধারণ সম্পাদক জি.এস জয়, সাংগঠনিক সম্পাদক আবু সালেক ভূঁইয়া, সহ-সম্পাদক জিসান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার তমা, দপ্তর সম্পাদক সুলতানা সরকার সহ বাসন মেট্রো থানা প্রেসক্লাব গাজীপুর মহানগরের সকল সদস্যবৃন্দ, সবার সমন্বয়ে সাধারণ মানুষের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এসময় বাসন মেট্রো থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খান দেশের সকলের মানুষের উদ্দেশ্যে বলেন আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে, ততটুকু সামর্থ্য নিয়ে, সাধারণ মানুষের গরমের ক্লান্তি দূর করার জন্য এগিয়ে আসেন। আসুন আমরা সবাই মিলে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াই।