স্টাফ রিপোর্টার,রাজশাহী :
রাজশাহী বাঘা থেকে
ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার বিকেলে রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা বাঘার আলাইপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার ও তাদের দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, বাঘার আলাইপুর মধ্যপাড়া এলাকার শওকত আলীর ছেলে রুবেল ইসলাম (৩২) ও বারোশিপাড়ার আরমান আলীর ছেলে সোহেল রানা (৩০)।
সোমবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা জানতে পারে, বাঘার আলাইপুর মধ্যপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী হাছেনা বেগমের বাড়িতে মাদক কারবারীরা ফেন্সিডিল নিয়ে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাবের দল হাছেনা বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে গ্রেপ্তার হয় রুবেল ও রানা। পরে তাদের দেয়া তথ্যে পরিত্যাক্ত ঘর থেকে ৮৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের বাঘা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।