সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা, নোয়াখালী।
নোয়াখালীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার উদ্যোগে বন্যা কবলিত অসহায় শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে চৌমুহনী চৌরাস্তায় খাদ্য বিতরণ কালে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবার আগে শ্রমিক ভাইদের পাশে দাঁড়ানো উচিত, তিনি এই বন্যায় সমাজের সকল বিত্তবানদেরকে শ্রমিক ভাইদের পাশে সাধ্যমত তাদের সহায়তা করার আহবান জানান।
চৌমুহনী শহর শাখার সভাপতি মোঃ অলি উল্যাহ ইয়াছিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায়
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সভাপতি এডভোকেট জহিরুল আলম।
আরোও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা মেজবাহ উদ্দিন ভুঁইয়া। শাহ মিজানুল হক মামুন সহ শহর শাখার সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্ধ