ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টারঃ
জামালপুর জেলায় বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের ১নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বাসিন্দা অসহায় হতদরিদ্র রোকেয়া বেগম (৪০) দীর্ঘদিন যাবত প্যারালাইসড হয়ে বিনা চিকিৎসায় দিনাতিপাত করেন। টাকার অভাবে তার সঠিক চিকিৎসা সম্ভব হয়ে ওঠেনি। উনার এই করুন অবস্থা দৃষ্টি গোচর হয় একই গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠক সা’আদ আহমেদ রাজুর পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন “বাংলাদেশ বন্ধু মহল সংগঠন (BBMS)”। হত দরিদ্র অসহায় এই নারীকে উক্ত সংগঠনের পক্ষ থেকে ৬৫০০ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।
বন্ধু মহল সংগঠনের সম্মানিত সদস্য সা’আদ আহমেদ রাজু জানান যে এই সংগঠনটি একটি অরাজনৈতিক। তাদের সংগঠনের মূল উদ্দেশ্য মানব সেবা করা।তাদের ইচ্ছা ভবিষ্যতে তারা বিভিন্ন উপায়ে মানুষ কে সেবা করবেন।