বুরো চিফ আসলাম হোসাইন মধু
৮ অক্টোবর বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার মাসিক মিটিং জেলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ডাক্তার এম এ মান্নান। সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার। সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল আহমেদ। সম্পাদক আসলাম হোসাইন মধু। অর্থ সম্পাদক আব্দুল আলিম।
সহ-সভাপতি মোহাম্মদ রফিক আহমেদ ।
যুগ্ন সাধারন সম্পাদক হাসমত আলী অপু। মীর রাকিবুল ইসলাম। রুহুল আমিন সুমন সহ কুষ্টিয়া জেলার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি ডাক্তার এম এ মান্নান বলেন আমাদের সংগঠনের সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দ নিজ নিজ পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন সংগঠনের সংবাদগুলো অবশ্যই নিজ নিজ পত্রিকায় করবেন।
সাধারণ সম্পাদক মাজমাদের তার বক্তব্যে বলেন ও উপজেলা সংগঠনগুলো জোরালো করার জন্যে নিজ নিজ উপজেলা কমিটির মাসিক মিটিং করতে হবে।
তিনি আরো বলেন সংগঠনের কেউই ব্যক্তিগতভাবে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকলে প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখা বরদাস করবে না । নীতি ও এর ভিত্তিতে চলার নির্দেশ প্রদান করেন।
উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ সাংগঠনিক পরামর্শ মূলক বক্তব্য রাখেন।