খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসেন মধু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আব্দুর রহমান এমপি ফরিদপুর-১ তার নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান বাংলাদেশ এলএসপি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজবাড়ী ও বৃহত্তর ফরিদপুর জেলা ( পদ্মা বিভাগ ) পক্ষে সাধারণ সম্পাদক নাইমুল হাসান , মোহাম্মদ রফিক , সহ সারা দেশ থেকে আশা এলএসপি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সদস্যবৃন্দ ।
দৈনিক ডাকবেলা কে সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন দীর্ঘ পাঁচ বছর যাবত আমরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে ( এলডিডিপি ) প্রকল্পে শতভাগ মাঠ পর্যায়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি । তাতে করে বাংলাদেশের সর্বস্তরের প্রান্তিক খামারিরা এলডিডিপি প্রকল্পের মাধ্যমে বিভিন্নভাবে সুযোগ-সুবিধা পাচ্ছে । সেই সাথে প্রত্যেক ইউনিয়নে দুইটা করে পিজি গ্রুপ গঠন করা হয় । প্রত্যেক পিজি গ্রুপে ৪০ জন করে সদস্য আছে । নারী – পুরুষ সদস্য নিয়ে একটি পিজি গ্রুপ গঠন করা হয় । মাননীয় মন্ত্রী মহোদয় কে সমস্ত কথা আমরা জানিয়েছি ।
মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের কথাগুলো আন্তরিকতার সহিত শোনেন ।
এলএসপি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান আরও বলেন মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের কথাগুলো আমলে নিয়েছেন । পরবর্তীতে আমরা আবারও সাক্ষাতের সুযোগ পেলে বাকি কথাগুলো আমরা জানাতে এবং বলতে পারব ।