বরুন সিংহ
হেড অফ ক্রাইম
# জাতীয় দৈনিক ডাকবেলা।
সাঘাটায় ঈদের পরের দিন একবন্ধু আর এক বন্ধুকে ঈদের দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে বিশেষ অঙ্গ কেটে দিয়েছে।
প্রতিবেশী বন্ধু বেলাল হোসেন,( পিতাঃ মোঃ মফি মিয়া ) নিকটতম বন্ধু - সিরাজুল ইসলাম'কে ( পিতাঃ মোঃ তোতা মিয়া) ঈদের পরদিন দাওয়াত করে বাড়িতে ডেকে নেয়। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বিনয়ী ও বন্ধুসুলভ আচরণের মাঝেই আঘাত হানে। বেলাল ও তার মা সহ পরিবারের লোকজন মিলে সিরাজুলের পরনের বস্ত্র হরণ করে 'বিশেষ অঙ্গ' কেটে ফেলেন। কি নিয়ে পূর্ব শত্রুতা, এর সঠিক কারন এখনো পর্যন্ত যানা যায়নি।
অসুস্থ যুবককে সাঘাটা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল অথবা ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ ১৮-০৬-২০২৪ ইং মঙ্গলবার দুপুরে সাঘাটা থানার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে।
ভুক্তভোগী পরিবারের লোকজনের সাথে কথাহলে তাহারা জানায়, থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে সঠিক বিষয় কি ? - কোন পরিবারই সত্যিটা প্রকাশ করছেনা।