ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাট্টাজোড় ইউনিয়নে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, উদ্ধারকৃতঐ নারীর নাম মোছাঃ গোলাপ ফুল বেগম (৫২) তিনি বাট্টাজোড় ইউনিয়নের আকন্দ পাড়া গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।
বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জানান, মহিলাটি মানসিক প্রতিবন্ধী, গতকাল বুধবার সন্ধ্যায় মহিলাটি নিখোঁজ হয়, অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ ৪ ঘন্টা পর আনুমানিক রাত ১১ টার সময় বাড়ির পাশে পুকুরে পাওয়া গেলে এলাকাবাসীর সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। উক্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত ও বকশীগঞ্জ থানার ওসি মোঃ সোহেল রানা ঘটনার স্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় যোগাযোগ করলে ঘটনা সত্যতা স্বীকার করে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা মুঠোফোনে আমাদের জানান, তিনি কিভাবে মারা গেছেন ময়না তদন্তের পর জানা যাবে সুরতহাল রিপোর্ট তৈরি করে তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।