ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টারঃ
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এঘটনা ঘটে। মরিয়ম আক্তার মেরুরচর উত্তর পাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, রোববার বিকালে মেরুরচর উত্তরপাড়া গ্রামের মরিয়ম আক্তার তার দাদী রুশেদা বেগমের সাথে পাশ্ববর্তী ভাটি কলকিহারা গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যান।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে মরিয়ম তার ফুফুর বাড়ির আরও এক শিশুর সঙ্গে খেলতে যান।
এরপর খেলতে খেলতে ওই বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে ১১ টার দিকে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।