ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ
জামালপুর জেলার নবাগত জেলা প্রশাসক মো: শফিউর রহমান বকশীগঞ্জে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্ব, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোক্তার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুম ইয়াছমিন স্মৃতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার জুয়েল,সাংবাদিক জিএম ফাতিউল হাফিজ বাবুসহ আরো অনেকেই। এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধিজন, ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন