এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
জামালপুরের বকশীগঞ্জে ডলফিন আইডিয়াল একাডেমির বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ জানুয়ারি দুপুরের ডলফিন আইডিয়াল একাডেমির স্কুল প্রাঙ্গণে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ফয়সাল ইবনে নূর।
অত্র বিদ্যালয়ে সভাপতি এম,এম ওমর ফারুকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পূর্ব বাঙ্গাল পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ আবু মোঃ জাকিউল হক সোহেল, সামিউল হক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবক’রা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মতিউর রহমান। পরে উত্তীর্ন শিক্ষার্থীদের মাঝে পরিক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ করা হয়।