ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের বকশীগঞ্জে বিএনপি, জামাতের হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাজের মিছিলটি সরকারি কিয়ামত উল্লাহ কলেজ থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান,সাবেক সহসভাপতি সাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরিফুজ্জামান,যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামান রনি,প্রান্ত ইসলাম, রাতুল তালুকদার সহ অনেকেই।