শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :
প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের শ্রীনিধী রেলওয়ে স্টেশন ও স্টেশন সংলগ্ন বাজারে গ্রীষ্মের এই তীব্র গরমে শ্রমজীবি ও ভাসমান ট্রেন যাত্রীদের মধ্যে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
আজ শুক্রবার (০৩ মে) প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
কর্মসূচী চলাকালে প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃসুমন রাহাত বলেন,এই তীব্র গরমে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে এর জন্য দায়ী বৃক্ষ নিধন।এই তীব্র খরা কাটলে এবং সামনের বর্ষার সময় গুলোতে প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে রায়পুরা উপজেলা ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেওয়া হবে।প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহেল ভুঁইয়া বলেন,প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার জন্মলগ্ন থেকে মানবতার সেবায় নিয়োজিত। ইনশাআল্লাহ ভবিষ্যতেও দূর্যোগকালীন সময়ে রায়পুরা বাসীর পাশে থাকিব।
উক্ত কর্মসূচিতে প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আতিক হাসান,মোঃফারুক মিয়া সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা, কোষাধ্যক্ষ আশিষ কুমার শীল,সদস্য সোহেল আহমেদ রাজন,মোঃরুবেল মিয়া,আমজাদ হোসেন,রাসেল মিয়া,শাহিন মিয়া,ইসমাইল হোসেন, মোক্তার হোসেন ডালিম,একরামুল আমিন,ছোটন মিয়া সহ অত্র সংস্থার সম্মানিত সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।