বিশেষ প্রতিনিধি
ইসমাইল হোসেন সাগর
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামের বাণী
আসছে মাহে রমজান
রোদ বৃষ্টি বর্ষার দিন সামনে আসছে রোজার দিন আর মাত্র একদিন রোজা রাখব শপথ নিন রোজা রাখব ২৯-৩০ দিন নামাজ পড়বো প্রতিদিন
আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন আমীন।
এই রমজান মাস ১২ মাসের সেরা মাস,
এই মাসে আল্লাহ তার অনেক জাহান্নামে বান্দাদের কে মাফ করে দেয়।
সকল মাসের মধ্যে এই মাসটি অনেক দামী হওয়ার কারণ হল এই মাসেই আল্লাহ তার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপর আল কোরআন নাজিল করেন তাই এই মাসটি এত দামি।
সকল মাসের মধ্যে এই মাসটি সেরা মাস রমজান মাস আমাদের নাজাতের মাস রমজান মাস মোমিনের প্রিয় মাস, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস রমজান মাস।
আল্লাহ বান্দাদের সব চাইতে বড় উপহার রমজান মাস।
রোজার উপহার, মহান আল্লাহ নিজের হাতে দিয়েছেন।
আমরা জানি আল্লাহ মহান তাহার দয়া আমাদেরকে করেছেন রমজান মাস দান।
রোজার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রোজার প্রতিদান আল্লাহ নিজের হাতে দিয়েছেন।
যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায় তেমনই রমজান মাসে বান্দার গোনাহ ঝরে যায়।
বান্দার ও আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করার মাস হল রমজান মাস।
আল্লাহর নিকট পাওয়ার জন্য রমজান মাসের রোজায় হলো সেরা মাধ্যম।
রমজান মাসই একমাত্র মাস যে মাসে শয়তানরা অনেক কষ্ট পায়।
রমজান মাস এমন একটি মাস যে মাসে একটি আমল করলে ৭০ এরও বেশি আমলনামায় লেখা হয়।
একমাত্র রমজান মাসেই সকল মানুষের কবরের আজাব বন্ধ থাকে।
আল্লাহর রহমত মাগফেরাত নাজাতের মাস হল রমজান মাস।
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী খোদা তোমারে মেহেরবানী,
এই শেষ শ্যামল ফসল ভরা মাটির ডালে খানি খোদা তোমার মেহেরবানী,
তুমি কত দিলে রতন বাই বরাধে পুত্র স্বজন খোদা পেলে অন্য জোগাও মানি চাইনা মানি খোদা তোমার মেহের বানী, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বানী,
খোদা তোমার মেহের বাণী।
হে আল্লাহ আপনি আমাদের সবাইকে এই মাহে রমজান মাস উপলক্ষে সকল গুনাহ মাফ করে দিন আমীন।