মোঃ মিজানুর রহমান পঞ্চগড় প্রতিনিধি ঃ
পঞ্চগড় শহরের প্রাণ কেন্দ্র এলাকায় পঞ্চগড় পৌরসভার সৌজন্য পৌর বাণিজ্য মেলা গত ১৭-০৯-২০২৩ ইং তারিখে শুভ উদ্বোধন হয়। কিন্তু মেলা উদ্বোধন এর পরের দিন থেকে বৈরি আবহাওয়ার কারণে এক সপ্তাহ বৃষ্টি হওয়া মেলায় ক্রেতা আসতে পারেননি। সেই জন্য দোকানদারা পরিমান মতো বিক্রয় করতে পারেনি। এতে হতাশা হয়ে পরিছেন মেলার ব্যবসায়ীরা তাছাড়া সরকারী ছুটির দিন শুক্রবার ও শনিবার একটু বেশি বিক্রয় হলেও বাকি ৫ দিন তুলনামূলক ভাবে বিক্রি হচ্ছে না। এতে লসের মুখে পরতে হচ্ছে মেলা ব্যবসায়ী বিষয়টি নিয়ে মেলা কর্তৃপক্ষ মোঃ রহিদুল ইসলাম রহিতের সাথে কথা বল্লে তিনি বলেন উদ্বোধনের পরে থেকে বৃষ্টি হওয়ার কারনে মেলায় ক্রেতা কম হওয়ায় আমি কয়েক লক্ষ টাকা এই পর্যন্ত লোকসানে রয়েছি।