নোয়াখালী জেলা সংবাদদাতা।
নোয়াখালী প্রেসক্লাবে গৌরব ঐতিহ্যের ৫২ বছর পূর্তিতে নবীন প্রবীন সাংবাদিকরা একত্রিত হলো নোয়াখালী প্রেসক্লাবে।
রবিবার সকালে প্রেসক্লাবের ৫২ বছর উদযাপনে র ্যালী বের হয়। পরে ক্লাবের অফিসে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু নাছের মন্জুর সন্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পারিষদের চেয়ারম্যান আবদুল ওয়দুদ পিন্টু নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সম্পাদক শহীদুল্লাহ খান সোহেল,
দিনব্যাপী অনুষ্ঠানে সাংবাদিকদের শুভেচ্ছা জানাতে আসে নোয়াখালীর ভারপ্রাপ্ত ডিসি শামীম আরা, ও জেলা পুলিশ সুপার আসাদ্জ্জামান পিপিএম।
এছাড়াও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ডিআই ওয়ান মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।