শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
শেরপুর জেলা পুলিশের নালিতাবাড়ী সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২ ঘটিকায় পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপার মহোদয় নালিতাবাড়ী সার্কেল অফিসে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম।
উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করে পুলিশ সুপার মহোদয় সার্কেল অফিসের সেরেস্তা ও তাদের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুল আলম ভূঁইয়া-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।