শেরপুর নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নে সোহাগপুর বিধবা পল্লীর বীরকন্যা করফুলী বেওয়া বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর হাতে নির্যাতিত ও নিপীড়িত করফুলী বেওয়া শহীদ মুক্তিযোদ্ধা রহিম উদ্দিনের সহধর্মিণী। তিনি ২ছেলে,৩মেয়ে রেখে গেছেন।বীরকন্যার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর নাতি সুলতান।
পারিবারিক সূত্রে, বীরকন্যা বেশ কিছুদিন ধরে অসুস্থ। এ অবস্থার অবনতি ঘটলে তাঁকে ১৯জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।২০ জুন তিঁনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সদ্য প্রয়াত বীরকন্যাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে রাত ৮টা৩০মিনিটে সোহাগপুর ডিব মসজিদ চত্বরে।