সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের
নালিতাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানার সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায় এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা, প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব দে কেটু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, কোষাধ্যক্ষ আল হেলাল, এম. সুরুজ্জামান, আমিরুল ইসলাম, অভিজিৎ সাহা, দৌলত হোসাইন, রকিবুল ইসলাম, মেহেদী হাসান সাকিব, মনোয়ার হোসাইন, রবিউল ইসলাম মন্ডল, সারোয়ার হোসাইন, পুলক রায়, আমানুল্লা আসিফ প্রমুখ।
এসময় উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সাংবাদিকদের আশ্বাস এবং সর্বক্ষেত্রে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মে: মাসুদ রানা।