সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী (শেরপুর)
শেরপুরের নালিতাবাড়ী উপজেরার কৃষ্ণপুর কেরাতিয়া মাদরাসার উদদ্যোগে উপজেলার বিভিন্ন কওমি মাদরাসার ছাত্রদের নিয়ে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বাদ জুমআ কৃষ্ণপুর বাইতুল ইসলাম জামে মসজিদের সামনে আলহ্জ¦ দ্বীন মোহাম্মদ মাষ্টারের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন শিল্পপতি হাজী মোশারফের পক্ষে সাবেক ছাত্র নেতা ইমরান আহামেদ লাল মিয়া। কৃষ্ণপুর কেরাতিয়া মাদরাসা শিক্ষক হাফেজ সারোয়ার আলম এর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক কামরুজ্জামান কানন, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান, ব্যাবসায়ী জাহিদ হাসানসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সমাপনি বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক আলহাজ¦ নূরুল আমিন। বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক মাওলানা রবিউল ইসলাল, মুফতি আবু নাঈম, হাফেজ মোহাম্মদ আলী, মাওলানা কামরুল ইসলাম। উপজেলার বিভিন্ন মাদরাসার প্রায় শতাধিক প্রতিযোগি নির্ধরিত তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।