সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী, শেরপুর (প্রতিনিধি)
‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১২ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘শব্দের আড়ালে গল্প:একান্নবর্তী পরিবার’ শিরোনামে একুশে পাঠচক্রের ৩৬তম আসরে শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী।
বক্তব্য উপস্থাপনা করেন পাট মন্ত্রণালয়ের মহা পরিচালক ড.আব্দুল আউয়াল,সরকারী নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ,সংস্কৃতিমান জয়জিৎ দত্ত শ্যামল, রাজনীতিবিদ আব্দুল কুদ্দুছ মাখন,প্রভাষক স্বপ্না চক্রবর্তী,শিক্ষক অরূপ দেবনাথ। সঞ্চালনা করেন সংস্কৃতিমান মানিক সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,সঙ্গীত শিক্ষক মাঈন উদ্দিন তালুকদার,সদানন্দ সরকার, শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ,শিক্ষক শফিকুল ইসলাম,শিক্ষক কার্তিক সাহা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মহিউদ্দিন রানা,শান্তি সাহা, নালিতাবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাদ্দাম হোসেন,শিক্ষক শঙ্করী,সাংবাদিক পুলক রায়,শিক্ষক অমিত চক্রবর্তী প্রমুখ।
দ্বিতীয় পর্বে গান পরিবেশন করেন শিল্পী মাঈন উদ্দিন তালুকদার,সদানন্দ সরকার,মনি গাঙ্গুলী প্রমুখ।