স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মামুনকে কারাগারে প্রেরন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) রাজশাহী আমলি আদালত-৪ এর অতিরিক্তি চীফ জুডিসিয়িাল ম্যাজিষ্টেট মোঃ সাইফুল ইসলাম তাকে কারাগারে প্রেরণ করেন।
জানা গেছে, নাট্যকার পরচিালক শিমুল সরকারের উপর সন্ত্রাসী হামলার মামলার ২ নম্বর আসামী গড়গড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আশরাফপুর গ্রামের মজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান মামুন। তিনি রাজশাহী আমলি আদালত-৪ এর অতিরিক্তি চীফ জুডিসিয়িাল ম্যাজিষ্টেট মোঃ সাইফুল ইসলামের কাছে জামিনের জন্য আবেদন করেন। তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
উল্লেখ্য, নাট্যকার পরিচালক শিমুল সরকারের উপর ৭ জানুয়ারি রাতে গড়গড়ি বাজারে গড়গড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মামুনসহ ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল পৈশাচিক হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। তবে এ মামলার অধিকাংশ আসামী ইমো হ্যাকার বলে জানা গেছে।