শরীফুল ইসলাম (লিমন)
নাগরপুর(টাঙ্গাইল)উপজেলাপ্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনে নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয় করার লক্ষ্যে দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, সিরাজ বিএসসি,আক্কেল আলী,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম সিদ্দিকী ও ইসরাফিল এবং যুবলীগ নেতা রঞ্জু আহম্মেদ খাজা, রেজাউল ইসলাম রেজা,ও সাইফুদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল করেছে দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ এবং ছাত্রলীগ। মিছিলটি ভূগোল হাট বাজার থেকে শুরু হয়ে দপ্তিয়র বাজার হয়ে পাইকাইল স্কুল মাঠে হয়ে দপ্তিয়র আওমীলীগ কার্যলয় এসে শেষ হয়। মিছিল শেষে আওয়ামী লীগ নেতা সিরাজ বিএসসি বলেন আমরা শেখ হাসিনার নৌকাকে বিজয় করার লক্ষ্যে আহসানুল ইসলাম টিটু ভাইয়ের নৌকাকে ভোট দিয়ে জয় যুক্ত করব। আমরা দপ্তিয়র ইউনিয়ন আওমীলীগ একতাবদ্ধ। এবং ৭ই জানুয়ারি আমরা সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করব। তিনি নেতাকর্মিদের উদ্দেশ্য বলেন, আপনারা মা বোনদের পাঠিয়ে সাধারণ মানুষের বাড়িতে যেয়ে নৌকায় ভোট চাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন ভোট এবার সুষ্ঠু হবে। তিনি আরও বলেন কোন ইউনিয়নে কি হলো সেটা দেখার বিষয় না। আমরা দপ্তিয়র ইউনিয়নে আহসানুল ইসলাম টিটু ভাইয়ের নৌকাকে বিজয়ী দেখতে চাই।নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম সিদ্দিক বলেন। গত পাঁচ বছর নাগরপুর ও দেলদুয়ার উপজেলার যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার আহসানুল ইসলাম টিটু ভাইকে মনোনয়ন দিয়েছে। তিনি বলেন আগামী ৭ই জানুয়ারি মা বোনদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে নৌকা মার্কায় ভোট দিয়ে আহসানুল ইসলাম টিটুর গলাই মালা পরাবেন।দপ্তিয়র ইউনিয়ন যুবলীগের সভাপতি রঞ্জু আহম্মেদ খাজা বলেন, আমারা আগামী ৭ তারিখে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে আহসানুল ইসলাম টিটু ভাইকে উপহার দিয়ে সেই নৌকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেনো উপহার দিতে পারি।