সোলায়মান,
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে আহসানুল ইসলাম টিটু এমপি’র সমন্বয়ে আ.লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আ.লীগ প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা আ.লীগের ব্যানারে এই জনসভার নাগরপুর-দেলদুয়ার দুটি উপজেলার ২০ টি ইউনিয়নের আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হয়েছেন।এদিকে নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দুয়াজানি কলেজ পাড়ার পক্ষে এক বিশাল মিছিল নিয়ে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে জনসভায় যোগদান করেছেন।
এ জনসভায় আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, আজকের এই সভা একটি ব্যাতিক্রম জনসভা। টাঙ্গাইলের ৮ টি আসনের সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন। যে জনসভার মঞ্চে ৮ জন এমপি উপস্থিত থাকে সেখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। এই জনসভা বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার সভা, এই সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার সভা। এই জনসভা প্রমাণ করে নাগরপুর-দেলদুয়ার উপজেলা আ.লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী।
নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। এছাড়াও এড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, আতাউর রহমান খান এমপি, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, খান আহমেদ শুভ এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন।
এদিকে জনসভা উপলক্ষে বিভিন্ন তোরণ, ব্যানার,ফেস্টুন ও পোস্টারে নাগরপুর শহর সজ্জীত হয়েছে একদিন আগেই। টাঙ্গাইল জেলা আ.লীগ সভাপতি-সাধারণ সম্পাদক সহ জেলার ৮ টি আসনের সকল সংসদ সদস্য এই জনসভায় এক মঞ্চে উপস্থিত থেকে এক অন্যন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে।