ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে আবুল কালাম (৩৫) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) বিটঘর মধ্যপাড়া নয়ন সরকারের পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।
জানা যায়, আবুল কালাম দীর্ঘ দিন ধরে বিটঘর মধ্য পাড়া মৃত রূপ মোল্লা'র বাড়িতে বাসা ভাড়া থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন। সে অলি মিয়ার বাড়িতে কাজ করতে গেলে সেখানে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠে মোবাইল চুরির। এই অপবাদে জালাল মিয়ার বাড়িতে তাকে হাত পা বেঁধে মারধর করে প্রায় ২৪ ঘন্টা বেঁধে রাখে। সকালে খবর পাই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। চুরির অপবাদ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার খোকন মিয়া বলেন, আবুল কালাম আমার বাড়ির পাশের একটি বাড়িতে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকতেন। শুনেছি মোবাইল চুরির অপবাদ দেয়া হয় তার বিরুদ্ধে। অপবাদ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মোঃ শরীফুল ইসলাম, জেলা- প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ২২/১২/২০২৪ইং