নিউজ ডেস্কঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ইউনুস শেখ (৫৭) কে সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে সরকারী কিছু কাগজ পত্র ছিনিয়ে নিয়ে গেছে । আহত অবস্থায় ইউনুস শেখ কে স্থানীয়া উদ্বার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। ইউনুস শেখ উপজেলার জয়পুর ইউপির জয়পুর গ্রামের মৃত তমিজউদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, বুধবার (২৫অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শালনগর ইউনিয়ন ভূমি অফিস থেকে ইউনুস শেখ বাড়ি ফেরার পথে একই ইউপির রামকান্তপুর কাঁঠালতলা এলাকায় পৌছলে আগে থেকে ওৎ পেতে থাকা ৬/৭ জন সন্ত্রাসী হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারতক জখম করে পালিয়ে যায়। এসময় তার মোটর সাইকেল অফিসের ল্যাপটপ ভাংচুর করে এবং সরকারী কিছু কাগজ পত্র ও কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত ইউনুস শেখের গায়ে একাধিক আঘাতের জখম রয়েছে।
এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনসার্চ (ওসি) নাসির উদ্দিন বলেন,পরিবার থেকে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।